অন্য যেকোন প্রতিযোগিতার থেকে ভিন্ন ব্র্যাক আরবান ইনোভেশন চ্যালেঞ্জঃ কিন্তু কেন?

বাংলাদেশে এই প্রথম কোন এনজিও এমন সুযোগ উন্মুক্ত করেছে পুরো বিশ্বের কাছে।

আপনার ইংরেজির দক্ষতার উপর এখানে আপনার সাফল্য নির্ভর করছেনা।

ব্র্যাক আরবান ইনোভেশন চ্যালেঞ্জে বাংলা ভাষায় আইডিয়া জমা দেয়ার সুযোগও থাকছে।

যেকোন দেশের যে কেউ এখানে আবেদন করতে পারবেন, কিন্তু আইডিয়াটি অবশ্যই বাংলাদেশের কোন শহর কেন্দ্রিক হতে হবে!

শহরের তিন ধরনের সমস্যা নিয়ে কাজ করতে হবেঃ স্বাস্থ্যসেবা, পরিবহন সেবা, এবং ইনফরমাল (অপ্রাতিষ্ঠানিক) সেক্টর।

নির্বাচিত আইডিয়া বাস্তবায়ন করতে সহায়তা দেবে ব্র্যাক এবং আরবান ইনোভেশন চ্যালেঞ্জের পার্টনার সংস্থাগুলো। ৫ লাখ টাকার সিড ফান্ডিং ও থাকবে।

এই ফান্ডটি দেয়া হবে প্রাথমিকভাবে আইডিয়া বাস্তবায়ন এবং স্টার্টআপ প্রতিষ্ঠা করবার জন্য।

শুধু সমাধান না, যে সমস্যা নিয়ে যে টিম কাজ করবে, সেই সমস্যা বিষয়ক প্রকৃত ধারণা তৈরিতেও সহায়তা দেবে ব্র্যাক।

তাই আবেদন করুন, এবং অন্যদের আবেদন করতে উৎসাহ দিন।

আবেদনের শেষ সময় বাড়ানো হয়েছে ১৪ই ডিসেম্বর পর্যন্ত!

ওয়েবসাইটটি মনে রাখা খুবি সহজ!

uic.brac.net

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *